বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

সোনার দোকানে ডাকাতি

মেঘনা উপজেলার রামপুর বাজারে মঙ্গলবার গভীর রাতে চারটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা বাজারের চার পাহারাদারের হাত-পা বেঁধে সিন্দুক ও আলমারি ভেঙে প্রায় ১০০ ভরি সোনা ও প্রায় ৮ লাখ টাকা নিয়ে যায়। দোকানি টেমা কর্মকার ও অটল কর্মকার বলেন, ‘রাত আনুমানিক ১২টা থেকে ২টার মধ্যে ঘটনা ঘটেছে। ভাই-ভাই শিল্পালয়, মিথিলা, আকাশ ও পাপড়ি স্বর্ণালয়ে ডাকাতি হয়েছে।’ বাজার পরিচালনা পরিষদের সেক্রেটারি রফিক বলেন, ‘পাঁচ বছর আগে আরও একবার এ বাজারে সোনার দোকানে ডাকাতি হয়। এরপর বাজার পাহারার ব্যবস্থা করা হয়।’ এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ গতকাল বলেন, ‘রামপুর বাজারে একটি নৌপুলিশ ফাঁড়ি রয়েছে। তার পরও চুরির কথা শুনে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।’ -দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

 

ডাকাত-পুলিশ গোলাগুলি, আহত ৫

আড়াইহাজারে ডাকাত-পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সময় এক পুলিশ গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৫ জন। মঙ্গলবার রাত পৌনে  ১টায় উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোপালদী তদন্ত কেন্দ্রের এ এস আই সোহরাব হোসেন ডাকাতের গুলিতে আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে বাজারের প্রায় সব দোকানপাট বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের  দোকানে ভিতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। ঘটনার সময় স্পিড ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাতদল এক সঙ্গে ৩টি দোকানে হানা দেয়। এ সময় খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। -আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর