বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কৌশলে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। অভিভাবকদের অভিযোগ, নগদ অ্যাপে টাকা আসে ঠিকই, তবে উত্তোলনের সময় আর পাননি। শিক্ষকদের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।  জেলায় ১ লাখ ৪৪ হাজার ৮৩৫ জন প্রাথমিক শিক্ষার্থীকে শিক্ষা সরঞ্জাম কেনার টাকাসহ ৬ মাসের উপবৃত্তি দিয়েছে সরকার। তবে, কিছু অভিভাবকের অভিযোগ-নগদ অ্যাপে টাকা আসার পরই প্রতারক চক্র তা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন ১৩৯ জন অভিভাবক। তবে, কোনো সমাধান হয়নি এখনো। শিক্ষার্থীদের অভিভাবক মৌসুমি আক্তার জানান, টাকা আসছে জানতে পারার পর আমার নগদ অ্যাকাউন্টে ঢুকি তখন দেখতে পাই আমার টাকাটা ক্যাশআউট হয়েছে। আমি জানতে পারিনি। মঞ্জুরুল ইসলাম জানান, এত সুন্দর একটা সিস্টেম সরকার করে দিয়েছে কিন্তু আমরা এই প্রতারণার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি। জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান বলেন, কিছু অভিভাবক আমাদের কাছে অভিযোগ করেছেন।

সর্বশেষ খবর