বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তারা গতকাল বিক্ষোভ করেছে। এসময় তারা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে।  কারখানার শ্রমিক ও কর্মচারীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে লক্ষীপুরা এলাকাস্থিত স্টাইল ক্র্যাফট পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে বকেয়া পাওনা আংশিক পরিশোধ করে গত ঈদুল আজহার আগে কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। কারখানায় প্রায় সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

সর্বশেষ খবর