শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

স্টেশন থেকে তুলে নেওয়া গৃহবধূকে দুই দফা গণধর্ষণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেল স্টেশন থেকে তুলে নেওয়া গৃহবধূকে দুই দফায় রাতভর ১০-১২ জন মিলে ধর্ষণ করেছে। ঘটনার ১০ দিন পর মূলহোতা আবদুল হাইকে গ্রেফতারের পর সে পুলিশের কাছে এ তথ্য  দেয়। বুধবার রাতে রাজশাহীর চারঘাট থানাধীন নন্দনগাছী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবদুল হাই উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের ময়ান আলীর ছেলে। আসামির বরাত দিয়ে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার জানান, স্টেশনে ট্রেনের জন্য বসে থাকা ওই গৃহবধূকে আবদুল হাইসহ তিনজন কৌশলে ভ্যানে তুলে পার্শ¦বর্তী নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে  রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পাঁচজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এরপর ওই গৃহবধূকে একটি আমবাগানে নিয়ে আরও ৫-৭ জন মিলে রাতভর পালাক্রমে ধর্ষণের পর পালিয়ে যায়। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। গত ২২ আগস্ট এ ধর্ষণের ঘটনা ঘটে। -সিরাজগঞ্জ প্রতিনিধি

 

ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই হতাহত

ফেনীতে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে আল আমিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিযুক্তের আপন বড় ভাই তোফাজ্জল। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফেনী পৌরসভার লুদ্দার পাড়ের একটি কলোনিতে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত, আহত ও ঘাতকের বাড়ি নওগাঁর মান্দা থানায় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি। তারা লুদ্দার পাড়ের ওই কলোনিতে ভাড়া থেকে ফেরি করে মালামাল বিক্রি করতেন। পুলিশ ও এলাকাবাসী জানান, ডায়মন্ডের সঙ্গে নওগাঁয় এক হিন্দু মেয়ের প্রেম ছিল। কিছুদিন আগে মেয়েটি ডায়মন্ডকে ফোন করলে তার চাচাতো ভাই আল আমিন রিসিভ করে ডায়মন্ড সেজে মেয়েটিকে গালাগালি করেন। এই ঘটনার জেরে ডায়মন্ড তার চাচাতো ভাই আল আমিনকে বৃহস্পতিবার রাতে এলাপাতাড়ি কোপান। এ সময় তোফাজ্জল বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করেন। আল আমিন ঘটনাস্থলেই মারা যান।               -ফেনী প্রতিনিধি

নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ফাইজ উদ্দিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাইজ শ্রীপুর উপজেলার উজিলাবহ এলাকার বোরহান উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ফাইজ গরুর বেপারী ছিলেন। ৩০ আগস্ট ময়মনসিংহে যাওয়ার পথে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে শীতলক্ষ্যা নদীর গোসাইগাঁও মাঝিরঘাট থেকে ওই যুবকের

অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।  এদিকে, টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর তুরাগ নদের ওপর নির্মিত রেল ব্রিজ পার হওয়ার সময় তুরাগ নদে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর সব্বিরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।              -গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

গ্যাস লাইন স্থাপন কাজের উদ্বোধন

ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও ভালভ স্টেশন থেকে রোহিতপুর বিসিক শিল্পনগরী পর্যন্ত ২০ ইঞ্চি ভায়া ১৪০ পিএসআইজি ২০ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে ইকুরিয়া প্রাইমারি বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম. ই. মামুন।          -কেরানীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর