শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সাত জেলায় সড়কে প্রাণহানি ১০

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়কে প্রাণহানি ১০

সড়ক দুর্ঘটনায় সাত জেলায় তিন নারী ও দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। বরিশাল : শুক্রবার সন্ধ্যায় নগরীর কাশিপুর বাঁশতলা এলাকায় চলন্ত মাহেন্দ্র আলফা থেকে সিটকে পড়ে জয়নব বিবি নামে নারীর মৃত্যু হয়েছে। তিনি পলাশপুর এলাকার আবদুল জব্বারের স্ত্রী। একই দিন বিকালে সাহেবেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় প্রিন্স (১৬) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। প্রিন্স বন্দর থানার ফরিদ উদ্দিনের ছেলে। এ ছাড়া, গৌরনদীর বড় কসবা এলাকায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত যানের চাপায় সাইয়েদ হাওলাদার নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উজিরপুরের বাসিন্দা। ময়মনসিংহ : তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকায় গতকাল রাতে ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে রহিমা ও মাজেদা নামের দুই নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। খুলনা : গতকাল বিকেলে মহানগরীর হরিণটানা থানা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- সিয়াম (৪০) ও জিল্লুর রহমান। বগুড়া : শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় সকালে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে রাজ কুমার দেবনাথ (৩৬) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। তিনি সান্তাহার পৌরসভার তারাপুর গ্রামের বাসিন্দা। মাদারীপুর : শিবচর ভদ্রাসন ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় গতকাল দুপুরে অটো ভ্যানচাপায় ইয়াসমিন আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়াসমিন একই এলাকার ফরিদ মিয়ার মেয়ে। নারায়ণগঞ্জ : ফতুল্লার শিবপুর কুতুবপুর এলাকার দুপুরে সিএনজির ধাক্কায় আবদুর রহমান (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নাটোর : জেলা শহরের বড়গাছা পালপাড়া এলাকায় দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় মহাদেব কর্মকার (৭৪) নামে একজন নিহত হয়েছেন।

সর্বশেষ খবর