রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় মাদারীপুর, সিলেট, রংপুর, নরসিংদী, পটুয়াখালী, কক্সবাজার, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ঢাকার কেরানীগঞ্জে ১০ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর- মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার বালিগ্রামের শুক্কুর গাজী ও আমির বেপারী। সিলেট : নগরীর হাউজিং এস্টেট এলাকায় শুক্রবার রাতে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। রংপুর : হারাগাছ মেট্রোপলিটন এলাকায় বালুভর্তি একটি ট্রাক্টর বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে ট্রান্সফরমার গায়ে পরে এক যুবক নিহত হয়েছেন। নিহত মনোয়ার বাংলাবাজার শাখারীপাড়া গ্রামের বাসিন্দা। নরসিংদী : মাধবদীতে শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি জলাশয়ে উল্টে যায়। ঘটনার পাঁচ ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধার করলে এক নারীর লাশ ভেসে ওঠে। পটুয়াখালী : পটুয়াখালী-বরিশাল মহাসড়কের কৃষি বিমান অবতরণ কেন্দ্রের সামনে গতকাল দুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় নগরবোয়ালিয়া এলাকায় ইজিবাইক-ভটভটির সংঘর্ষে মনোয়ারা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং নোয়াবাজার এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় ইসমাইল নামে এক রেললাইন শ্রমিক নিহত হয়েছেন। ভালুকা (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল কাদির নামে এক পল্লী চিকিৎসক মারা গেছেন। কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জের সরকারি শাক্তা স্কুলের সামনে গতকাল সকালে বাসচাপায় অজ্ঞাত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর