সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জিয়া সরাসরি যুদ্ধ করেছেন, জানা নেই

------------------- শাজাহান খান

হবিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, জিয়াউর রহমান সরাসরি এসে যুদ্ধ করেছেন এমন ইতিহাস জানা নেই। বিএনপি প্রমাণ করুক যে জিয়াউর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি গতকাল হবিগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের হলরুমে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত সড়ক পরিবহন সেক্টরে বিদ্যমান সমস্যার প্রেক্ষিতে আয়োজিত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে মতবিনিময় সভায় শাজাহান খান আরও বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে পরিবহন শ্রমিকদের হত্যা করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে স্ট্যান্ড দখল করে চাঁদা উত্তোলন করা হতো। বর্তমান সরকারের আমলে পরিবহন স্ট্যান্ড দখল করা হয়নি। করোনাকালীন পরিবহন চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত শ্রমিক সরকারি প্রণোদনার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইব। 

তিনি আরও বলেন, যেসব এলাকার সড়কে চাঁদাবাজি হচ্ছে সেখানকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। শ্রমিকদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। পরিবহন শ্রমিকদের কোথাও বেআইনিভাবে হয়রানি করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, কোনো শ্রমিক আইনের বাইরে যেতে পারবেন না। শ্রমিকদের আইন মেনে চলতে হবে। মহাসড়কে অবৈধ সিএনজি অটো-চলাচল বন্ধ করতে হবে। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার।

সর্বশেষ খবর