সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

সিসিটিভির ফুটেজে নবজাতক চুরির দৃশ্য

লক্ষ্মীপুরে নার্স সেজে হাসপাতাল থেকে তিন দিনের এক নবজাতককে চুরি করে নিয়ে যাওয়ার সময় রিমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল শহরের নোভা ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আটককৃত ওই নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শিশু চুরি করার দৃশ্যটি হাসপাতালের সিসি টিভি ক্যামরায়ও ধরা পড়ে। আটক ওই নারী সদর উপজেলার বশিকপুরের প্রবাসী শাহজাদার স্ত্রী। ভিকটিম শিশু সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুরের সুমনের সন্তান। শিশুর স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সুমনের স্ত্রী সাবিনার প্রসব বেদনা উঠলে তাকে লক্ষ্মীপুর শহরের নোভা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সিজারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম হয়। গতকাল হঠাৎ নার্স বেশে এক নারী শিশুটিকে চুরি করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান জানান, এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। -লক্ষ্মীপুর প্রতিনিধি

 

ব্যবসায়ীসহ দুজনের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যবসায়ী ও অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল চর মিরেরবাগ এলাকার রহমান ডক ইয়ার্ডের কাছ থেকে আসাদের (৩৫) লাশ উদ্ধার করে নৌ পুলিশ। আসাদ হোসেনী দালান এলাকার বাসিন্দা। এছাড়াও শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর আহম্মেদ সাগর ক্যাফ এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এসআই আফজাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন। রাস্তায় শুয়ে থাকা অবস্থায় কোনো গাড়ি তাকে চাপা দিয়েছে।         -কেরানীগঞ্জ প্রতিনিধি

ভাঙন রোধে সন্ধ্যা নদীর তীরে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার দক্ষিণ কৌড়িখাড়া ফেরিঘাট এলাকায় গতকাল এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা ছাড়াও উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, সুভাষ কর্মকার, সুখ রঞ্জন, সান্টু পাশা প্রমুখ। বক্তারা নদীর পশ্চিম পাড়ে ফেরিঘাটসহ কৌড়িখাড়া এবং সোহাগদল গ্রামের সরকারি ও বেসরকারি দুটি কলেজ, দুটি প্রাইমারি স্কুল, চারটি মাধ্যমিক বিদ্যালয় এবং বিসিক শিল্পনগরীসহ ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দর রক্ষার্থে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।             -পিরোজপুর প্রতিনিধি

 

গুলি করে ছিনতাইয়ের ঘটনায় মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে এলোপাতাড়ি গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম জানান, শনিবার রাতেই ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী জয়নাল আবেদীন বাদী হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের     চেষ্টা চলছে। -সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

ফিল্মি স্টাইলে ১৩ লাখ টাকা ছিনতাই 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিল্মি স্টাইলে এনকে ফিলিং স্টেশনের কর্মকর্তার কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ঢাকা-সিলেট মহসড়কের উপজেলার আওখাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রিয়েল (২৫) রূপগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।  -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর