শিরোনাম
সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আমিন-তহিদুল প্যানেলের বিজয়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. একরামুল আমিন-মো. তহিদুল হক সরকার বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। ১৫টি পদের মধ্যে ১৫টিতেই বিজয় অর্জন করেছেন তারা। এ প্যানেলে বিএনপি ও আওয়ামী লীগের সমন্বয় ছিল। বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. একরামুল আমিন, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম-৪ ও মো. মেহবুব হাসান চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম-২ ও ইন্দ্রজিৎ কুমার রায় (অনিক), কোষাধ্যক্ষ রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. সাহিমা সুলতানা (হীরা), সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ মো. মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মো. কামরুল হাসান-১ এবং নির্বাহী সদস্য পদে পাঁচজন বিজয়ীরা হলেন- আবুল কালাম আজাদ-৫, মাসুদ রানা-২, সাদিব বিন গোলাম নাসের, সাবিনা ইয়াসমিন-২ ও সাদেকুজ্জামান সাগর। এর আগে গত শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৪৮৭ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এদিকে শনিবার রাতে নাজমা রহিম ফাউন্ডেশন মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. একরামুল আমিন-মো. তহিদুল হক সরকারকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মাজহার-সাইফুল প্যানেল ও সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ আমিন-তহিদুল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ খবর