সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আশুলিয়ায় পোশাক কারখানা ও শ্রমিক কলোনিতে আগুন

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় পোশাক কারখানা ও শ্রমিক কলোনিতে আগুন

সাভারের আশুলিয়ায় পৃথক ঘটনায় একটি পোশাক কারখানা ও এক শ্রমিক কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শ্রমিক কলোনির সাতটি রুম। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। ভোর রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালতলা এলাকার ওই কলোনির সাঈদ মাস্টারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ভোর রাতে ওই বাড়িতে একটি রুমে হঠাৎ করে আগুন লাগে। আগুনের সাতটি রুম আগুনে পুড়ে যায়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। অপরদিকে, আশুলিয়ার ইউনিক এলাকার একটি  পোশাক কারখানায় আগুন লাগে। সকালে জামগড়া ইউনিক এলাকার ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ডিইপিজেড দমকল বাহিনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকালে বহুতল ভবনের কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ খবর