মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বাঁধের গেট খুলে দেওয়ায় তলিয়ে গেছে ২৭১ একর জমির ধান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাঁধের গেট খুলে দেওয়ায় তলিয়ে গেছে ২৭১ একর জমির ধান

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে বাঁধের গেট খুলে দেওয়ায় চড়ুইল বিলের ২৭১ একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা এ ঘটনার জন্য বাঁধ কমিটি ও বিল ইজারাদারদের দোষারোপ করলেও তা অস্বীকার করেছেন বাঁধ কমিটির সাধারণ সম্পাদক। জানা গেছে, গতকাল আলীনগর ইউনিয়নের বাঁধের স্লুইসগেটের ৪টি গেট খুলে দেওয়ায় চড়ুইল বিলে রোপিত ২৭১ একর জমির ধান খেত পানিতে তলিয়ে গেছে। ওই জমিতে কৃষিকাজ করা সাবেক সেনা সদস্য আফজাল হোসেন অভিযোগ করে বলেন, বিল ও বাঁধ কমিটি এক হয়ে রাতের আঁধারে স্লুইসগেটের ৪টি গেট খুলে দেওয়ায় তার ২৪ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। অপর কৃষক তোজিফুল ইসলাম বলেন, কৃষকদের জন্য সরকার ৮০ লাখ টাকা খরচ করে বন্যা রক্ষা বাঁধ নির্মাণ করেছে। কিন্তু বাঁধ কমিটি রাতের আঁধারে স্লুইসগেট খুলে দেওয়ায় তাদের জমির সব ধান পানিতে তলিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য রাশেদা খাতুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আলীনগর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের চড়ুইল বিলে প্রতিবছর বাঁধ কমিটি মাছ চাষের জন্য স্লুইসগেট খুলে দিয়ে বিপুল পরিমাণ জমির ধান নষ্ট করে দেয় এটা দুঃখজনক। তিনি এর প্রতিকার দাবি করেছেন। এদিকে বিল ইজারাদার একাংশের মালিক আবীর আলী জানান, ওই বিলের স্লুইসগেটের ভার্টিক্যাল গেট খোলার বিষয়ে আমরা কিছু জানি না। অন্যদিকে চড়ুইল বাঁধ কমিটির সাধারণ সম্পাদক নূর নবী জানান, স্লুইসগেট দেখার জন্য পাহারাদার রয়েছে। আর ভার্টিক্যাল গেট খোলা হয়নি, কৃষকরা মিথ্যা অভিযোগ করছেন।

সর্বশেষ খবর