মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট

৯ সেপ্টেম্বর থেকে জেলার অভ্যন্তরীণ ৫টি রুট ও খুলনার পথে যাত্রীবাহী বাস চলাচল এবং ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। জেলায় সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করে। গতকাল দুপুরে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কসমূহে আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও স্থানীয় প্রশাসন হাই কোর্টের নির্দেশনা বাস্তবায়নে করতে পারেনি। এ অবস্থায় পরিবহন খাতের সংকট উত্তরণের জন্য আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। বক্তারা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামী ৯ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা-হাসাদহ, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা-আটকবর, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-আসমানখালী ও বদরগঞ্জ-চুয়াডাঙ্গা-দরবেশপুর রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা করা হলো।

সর্বশেষ খবর