মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্ব সংগীত জগতে ‘সুরসম্রাট’ খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী গতকাল পৃথকভাবে পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর জন্মস্থান জেলার নবীনগরে উপজেলা প্রশাসন ও সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮৬২ সালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ নবীনগরের শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সকালে নবীনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামসুল আলম, দ্রুপক সভাপতি আবু কামাল খন্দকার, সাংবাদিক সঞ্জয় সাহা, উপজেলা কৃষক লীগের আহ্‌বায়ক মো. রানা শামিম রতন প্রমুখ। সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরী। দোয়া মাহফিল পরিচালনা করেন মো. আবদুন নূর। এদিকে সকালে শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংগীতাঙ্গনের সরোদমঞ্চে আলোচনা সভায় পরিচালনা কমিটির সহসভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, মুক্তিযোদ্ধা আখতার হোসেন সাঈদ। ওস্তাদ আলাউদ্দিন খাঁ আজ নিজ জন্মভূমিতেই অবহেলিত। জন্মভূমিতে রেখে যাওয়া স্মৃতিচিহ্নগুলো সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে সংরক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে নামে-বেনামে দখল হয়ে যাচ্ছে জমিজমা, বাড়িঘর, মসজিদের জায়গা ও পুকুর। নবীনগর-শিবপুর সড়কের নাম পরিবর্তন করে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সড়ক নামকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ বিশিষ্টজনেরা।

সর্বশেষ খবর