বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ইতিহাস বিকৃতির কারিগর বিএনপি : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ইতিহাস বিকৃতির কারিগর বিএনপি। দেশের ইতিহাস বিকৃত করে নিজেদের মতো মনগড়া উপস্থাপন ও মিথ্যাচার করা তাদের পুরনো চরিত্র। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় বেঁচে আছে। আওয়ামী লীগের শিকড় সারা দেশে বিস্তৃত ও মজবুত। গতকাল নড়িয়ায় করোনায় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন। শামীম বলেন, দেশের সব সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো মুখে বড় বড় কথা বললেও সংকটে মানুষের পাশে থাকে না।       -শরীয়তপুর প্রতিনিধি 

 

বিজয়নগরে নৌকাডুবি

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আসামি

বিজয়নগর উপজেলার লইস্কা বিলে যাত্রীবাহী নৌকাডুবিতে ২৩ জন নিহতের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত পাঁচ আসামি। গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আনোয়ার সাদাত আসামিদের জবানবন্দি গ্রহণ করেন। আসামিরা হলেন- চম্পকনগর ঘাটের ইজারাদার মিষ্টু মিয়া এবং বালুবাহী বাল্কহেডের মালিক সোলাইমান, মাঝি সরাইলের জমির মিয়া, তার সহযোগী রাসেল ও খোকন মিয়া। জবানবন্দির বরাত দিয়ে বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, মিষ্টু মিয়া বলেন, নৌপথের জন্য সরকারের কোনো অনুমতি নেওয়া হয়নি। ঘাটে ১৪টি নৌকা চলাচল করত। এর কোনোটিতেই লাইফ জ্যাকেট ও বয়া নেই। এই পথের অনুমোদন এবং বয়া ও লাইফ জ্যাকেট থাকলে কেউ মারা যেত না।       -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর