বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চার আইসক্রিম কারখানাকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ভেজাল চারটি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। গতকাল পৌর শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।  এ সময় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস এবং অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল ও রং ব্যবহারের দায়ে চার কারখানাকে জরিমানা করা হয়।

১ লাখ ১৫ হাজার টাকা  জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর   হোসেন। র‌্যাব ৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চারটি আইসক্রিম কারখানায় ক্ষতিকর রং, স্যাকারিন, অ্যারারুট ও বার্লি মিশিয়ে আইসক্রিম তৈরি করে আসছিলেন কারখানার মালিকরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর  হোসেন জানান, এসব আইসক্রিম খেয়ে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। আর গরমের সময় আইসক্রিমের চাহিদা  বেশি থাকায় ছোট-ছোট কারখানায় উৎপাদিত আইসক্রিমের চাহিদাও বেশি থাকে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর