বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই মাদক ব্যবসায়ীর পাঁচ বছর কারাদন্ড

মেহেরপুর প্রতিনিধি

ফেনসিডিল রাখার অভিযোগে টকলু ও শরিফুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড, দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন। টকলু ও শরিফুল গাংনী উপজেলার বাসিন্দা।

কাজিপুর মধ্য পাড়ার ও শরিফুল ইসলাম কাজিপুরের বাসিন্দা কাছারিপাড়া উজির আলীর ছেলে। সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম পলাতক রয়েছে। শরিফুলকে আটকের দিন থেকে তার সাজা কার্যকর হবে বলেও আদেশ দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা গেছে ২০১৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশ টকলু শরিফুলকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল ও ২৫ বোতল ফেনসিডিলসহ উদ্ধার করে। ওই ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ২৫ (বি) ধারায় গাংনী থানায় মামলা করেন।

সর্বশেষ খবর