বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভাঙা কালভার্টে দুর্ভোগ

দুই বছরেও হয়নি সংস্কার

বাবুল আখতার রানা, নওগাঁ

ভাঙা কালভার্টে দুর্ভোগ

নওগাঁর মান্দার নীলকুঠি থেকে কাঞ্চন বাজার পর্যন্ত সড়কের একটি কালভার্ট ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় দুই বছর আগের ভাঙা কালভার্টটি সংস্কারের অভাবে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন। জানা যায়, নওগাঁ-রাজশাহী

মহাসড়কের নীলকুঠি থেকে মিরপুর এলাকার উপর দিয়ে যাওয়া পাকা সড়কের রিফিউজিপাড়া নামক স্থানে একটি কালভার্ট ভেঙে বিপজ্জনক গর্তে পরিণত হয়েছে।  কয়েক ফুট জায়গা জুড়ে রড বেড় হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, রাতের আঁধারে সামান্যতম অসাবধান হলেই ঘটে যেতে পারে প্রাণনাশের মতো বড় ধরনের দুর্ঘটনা। উপজেলার গনেশপুর ইউনিয়ন পরিষদে যাওয়ারও রাস্তা এটি। প্রতিদিনই অসংখ্য সেবা গ্রহিতা এ রাস্তা দিয়েই ইউনিয়ন পরিষদে গিয়ে থাকে। স্থানীয়রা জানান, দীর্ঘ দুই বছর আগে কালভার্টের ছাদের অংশ ভেঙে বড় গতের্র সৃষ্টি হওয়ায় গর্তটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে ভাঙা কালভার্টের উপর দিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ চলাচল করছে এলাকাবাসী। যে কোনো সময় গর্তে হতাহতের আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সমস্যা সমাধান ও কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান তারা। গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ উদ্দিন ম ল বলেন, গনেশপুর ইউনিয়ন পরিষদে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তার এই কালভার্টটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষ চরমভাবে বিপাকে পড়েছে। এ কাজের দরপত্রের আহ্বান হয়েছে। অথচ ঠিকাদার কেন কাজটি করছেন না তা আমার জানা নেই। উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোরশেদুল হাসান জানান, ভাঙা কালভার্ট মেরামতের টেন্ডারসহ অফিসিয়ালি সব কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজটি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর