বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জামায়াত নেতাকে সৈনিক লীগের আহ্বায়ক করায় তোলপাড়

ঝিনাইদহ প্রতিনিধি

জামায়াত নেতাকে সৈনিক লীগের আহ্বায়ক করায় তোলপাড়

ঝিনাইদহে জামায়াত নেতা আমির উদ্দিন মিঠুকে সদর উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সৈনিক লীগসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। কেন্দ্র থেকে তদন্ত করে কমিটি বাতিলের দাবি জানিয়েছে জেলা সৈনিক লীগ ও সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ। জেলা সৈনিক লীগ সভাপতি সৈয়দ আল ইমরান ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান রানা এ কমিটি বাতিলের জন্য কেন্দ্রে লিখিত আবেদন পাঠিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত আমির উদ্দিন মিঠুর সঙ্গে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের আমিন উদ্দিন মিঠু দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতি করে আসছিলেন। সম্প্রতি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় এবং ঝিনাইদহ জেলা কমিটির সঙ্গে গোপনে যোগাযোগ করে সদর উপজেলা আহ্বায়ক কমিটি করেছে এক গ্রুপ। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে আমিন উদ্দিন মিঠুকে। কমিটি গঠনের পর শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। মিঠুর ভাই জাহিদুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত অভিযোগে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেই মামলা এখনো চলমান।

সর্বশেষ খবর