বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কলেজের নাম পরিবর্তনের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি

সম্প্রতি সরকারিকরণ হওয়া মীর ইসমাইল হোসেন কলেজের নাম স্বাধীনতা বিরোধী ব্যক্তির নাম বাতিল করে তার পরিবর্তে শহীদ রাউফুন বসুনিয়া সরকারি কলেজ করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আদালত চত্বরের সামনের সড়কে আশির দশক ছাত্র সংগ্রাম পরিষদ ও জেলাবাসী ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা এমদাদুল হক এমদাদ ও মাজেদ আলম প্রমুখ। বক্তারা বলেন, রাজারহাট উপজেলায় প্রতিষ্ঠিত সরকারি কলেজটির নাম একজন স্বাধীনতা বিরোধী ব্যক্তির নামে থাকতে পারে না। অবিলম্বে কলেজটির নাম পরিবর্তন করে আশির দশকে স্বৈরাচারবিরোধী গণ আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার নাম করণের দাবি জানান তারা।

সর্বশেষ খবর