বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সড়কে অবৈধ পার্কিং

দিনভর যানজট

টঙ্গী প্রতিনিধি

সড়কে অবৈধ পার্কিং

গাজীপুরে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়ক দখল করে গাড়ি পার্কিং। সিটি’র নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পার্কিং করছে পরিবহন ও বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন। আঞ্চলিক মহাসড়ক কিংবা শাখা সড়কে গাড়ি পার্কিং করা নিষেধ থাকা সত্ত্বেও যত্রতত্র স্থানে গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি ও চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। এতে করে যেমনি মানুষের দুর্ভোগ। অপরদিকে সড়কে গাড়ি পার্কিং করে মালামাল লোড আনলোড করে সিটির রাস্তা সহজেই বিনষ্ট হচ্ছে। সরেজমিন ঘুরে জানা যায়, নগরীর বিভিন্ন এলাকায় মহাসড়কে কিংবা শাখা সড়কে গাড়ি পার্কিং করে সিটি করপোরেশনের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা সহজেই নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে টঙ্গী কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক টঙ্গী স্টেশনরোড এলাকায় গণ পরিবহনসহ শত শত গাড়ি থানার প্রবেশ মুখে সড়কের জায়গা দখল করে পার্কিং করায় জনচলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া থানার পেছনে তালতলা রোড, মেঘনা রোড, পিনাকী রোড, ৪৬নং ওয়ার্ডে আরও কিছু পরিবহনের যানবাহন টঙ্গী বাজার, টঙ্গী-রেলগেইট উড়াল সেতুর নীচে উভয়পাশে সড়কের জায়গা দখল করে শত শত পিক-আপ ভ্যান, ট্রাক, সিএনজি, শিলমুন মরকুন, পাগাড়, গোপালপুর ঝিনুমার্কেট, দেওড়া, মুদাফা, গাজীপুরা, দত্তপাড়া, চেরাগআলী, কলেজ গেট, প্রতিটি এলাকার শাখা সড়কে ব্যক্তি মালিকানা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন পরিবহনের গাড়ি সড়কের জায়গা দখল করে পার্কিং করছে। ফলে একদিকে যানজটের সৃষ্টি অপরদিকে রাস্তার ক্ষতি করে আসছে। এলাকাবাসী আজমেরী খান টুটুল বলেন মহাসড়ক ও শাখা সড়কে পরিবহনের লোকজন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক গাড়ি পার্কিং করে জনচলাচলে দুর্ভোগ তৈরি করছে। বিশেষ করে টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার উড়াল সেতুর নিচে সড়কে গাড়ি পার্কিং করার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে, বিষয়টি ট্রাফিক পুলিশের হস্তক্ষেপ জরুরি। এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ফয়জুল ইসলাম বলেন, সড়কে গাড়ি পার্কিং করে মানুষের চলাচলে যাতে দুর্ভোগ না হয় সে বিষয়ে আমরা কাজ করছি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর