শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জমি ভাড়া নিয়ে চলাচল করছে ৪ গ্রামের মানুষ

১০ বছর আগে ভেঙেছে সেতু ও সড়ক

শুভ্র মেহেদী, জামালপুর

জমি ভাড়া নিয়ে চলাচল করছে ৪ গ্রামের মানুষ

মেলান্দহ উপজেলার কাঁটাখালী নদীর ওপর ভেঙে যাওয়া সেতু -বাংলাদেশ প্রতিদিন

জামালপুরের মেলান্দহ উপজেলায় কাঁটাখালী নদীর ওপর নির্মিত দুটি সেতু ও সংযোগ সড়ক এক দশক আগে বন্যায় ভেঙে যায়। তারপর থেকে নদীর তীরঘেঁষা ফসলি জমি ভাড়া নিয়ে চলাচল করছেন আট গ্রামের মানুষ। ভাড়া জমির ওপর দিয়ে হাঁটাপথ তৈরি করলেও পোহাতে হচ্ছে ভোগান্তি। যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব গ্রামের সামাজিক অনুষ্ঠানসহ পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সেতু ও সংযোগ সড়ক নির্মাণের দাবি বিচ্ছিন্ন এই জনপদের লোকজনের।

স্থানীয় ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ওবায়েদুর রহমান বলেন, এ স্থানে আবারও সেতু নির্মাণের চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ে সেতু নির্মাণ করা যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক জানান, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে সয়েল টেস্ট করে লিগাল সেকশনে পাঠানো হয়েছে ডিজাইনের জন্য। নতুন প্রজেক্টের মাধ্যমে ব্রিজের কাজ শুরু করা হবে। জানা যায়, জামালপুরের মেলান্দহ উপজেলার খায়েরপাড়া গ্রামে কাঁটাখালী নদীর ওপর দুটি সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। ২০১১ সালে বন্যায় ভেঙে যায় সংযোগ সড়কসহ দুটি সেতুই। এরপর থেকে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয় খায়েরপাড়া, আমিত্তি, চারালকান্দি, নাগেরপাড়া, শকুনা, চরশকুনা, গুনারীতলা ও দিলালিপাড়া গ্রামের বাসিন্দারা।

সর্বশেষ খবর