শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মাটির নিচ থেকে উঠছে গ্যাস

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

মাটির নিচ থেকে উঠছে গ্যাস

বরগুনার পাথরঘাটায় মাটির নিচ থেকে অনবরত উঠছে প্রাকৃতিক গ্যাস। এতে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মাটির নিচ থেকে গ্যাস ওঠা দেখতে উৎসুক জনতার ভিড় জমায়। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্যাস ওটা শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাটির নিচ থেকে গ্যাস উঠছে। ঘটনাস্থলে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান, ইউপি সদস্য খলিলুর রহমান পরিদর্শন করেছেন। কিছুক্ষণ পরে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্যাস ওঠায় এলাকার মানুষের মাঝে আতঙ্কের পাশাপাশি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন করে আতঙ্ক শুরু হয়ে গেছে।

সর্বশেষ খবর