শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

বাল্যবিয়ে পন্ড, খাবার খেয়ে চলে গেল বরযাত্রী

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে পন্ড  হয়েছে। গতকাল আজমিরীগঞ্জ উপজেলা সদরের গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশসহ দুপুরে ওই বাড়িতে উপস্থিত হলে ওই স্কুলছাত্রীর বাবা-মা পালিয়ে যান। এ সময় তিনি স্কুলছাত্রীর বড় ভাইকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে রান্না করা খাবার খেয়ে বরযাত্রী ও স্থানীয়রা চলে যান। তবে প্রশাসন আসার খবর পেয়ে বর বিয়ে বাড়িতে আসেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বোনের বিয়ে দেবেন বলে মুচলেকা দিয়েছেন তার বড় ভাই।    -প্রতিদিন ডেস্ক

মাটির নিচ থেকে উঠছে গ্যাস

বরগুনার পাথরঘাটায় মাটির নিচ থেকে অনবরত উঠছে প্রাকৃতিক গ্যাস। এতে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মাটির নিচ থেকে গ্যাস ওঠা দেখতে উৎসুক জনতার ভিড় জমায়। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্যাস ওটা শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাটির নিচ থেকে গ্যাস উঠছে। কিছুক্ষণ পরে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্যাস ওঠায় এলাকার মানুষের মাঝে আতঙ্কের পাশাপাশি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন করে আতঙ্ক শুরু হয়ে গেছে।           -পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

 

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

টাঙ্গাইলে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় গতকাল রিনা বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রিনা টাঙ্গাইল সদর উপজেলার রাঙাচিরা গ্রামের ইসরাইল মিয়ার স্ত্রী। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। ঘটনার পর থেকে ক্লিনিকের ম্যানেজার ও মালিক পলাতক রয়েছেন। ইসরাইল মিয়া জানান, প্রসব ব্যথা শুরু হলে বৃহস্পতিবার দুপুরে নূরুল আমিন খান মাল্টিপারপাস সেন্টারে রিনাকে ভর্তি করা হয়। গাইনি ডাক্তার সাজিয়া আফরিনের নেতৃত্বে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেয় রিনা। তাকে কেবিনে আনার পরই রক্তক্ষরণ হতে থাকে। বিষয়টি ক্লিনিকের নার্সকে জানালে তিনি ডাক্তারকে জানান। কিন্তু একাধিকবার ফোন করার পরও তারা আসেননি। গতকাল সকালে অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ রিনাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।                 -টাঙ্গাইল প্রতিনিধি

‘আনসার আল ইসলাম’ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক শুরা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর গাছা থানা এলাকা থেকে র‌্যাব-১২ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বেশকিছু উগ্রবাদী জিহাদি বই ও লিফলেটসহ জঙ্গীবাদী বই এবং ছবি জব্দ করা হয়। গতকাল জিএমপির গাছা থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গাছা থানায় একটি মামলা হয়েছে। র‌্যাব-১২ এর ডিএডি নায়েব সুবেদার আবদুল জলিল বাদী হয়ে মামলাটি করেন। গ্রেফতারকৃতের নাম ইরফান হোসেন (২৮)। তিনি জামালপুর জেলা সদর থানার মাঝপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। ইরফান গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বসুরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।   -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর