শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

দিনাজপুর প্রতিনিধি

পুলিশকে মারপিট ও ধস্তাধস্তি করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দিনাজপুরের বিরল উপজেলার কাজিপাড়া গ্রামের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 ঘটনার পর থেকে ওই গ্রামে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

আসামির পরিবারের লোকজন পাল্টা অভিযোগ করে বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কাজিপাড়া গ্রামে দুই দফা হামলা চালিয়েছে। তারা বিভিন্ন বাড়ির দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেছে। গ্রেফতার করেছে নির্দোষ দুজনকে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (সদর সার্কেল) সুজন সরকার ও বিরল থানার ওসি ফখরুল ইসলাম। ওসি জানান, সোমবার সন্ধ্যায় বিরল থানার এসআই আজাদ ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে কাজিপাড়া গ্রামে যান। এ সময় পরোয়ানার আসামি মেহেদীকে আটক করলে পরিবারের লোকজন পুলিশকে মারধর করে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআই আজাদ রাতেই ওই গ্রামের ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতে আবার অভিযান চালিয়ে পুলিশ আসামি সাজ্জাদ হোসেন ও স্বপনকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর