রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভাঙা সেতুতে ভোগান্তি

পিরোজপুর প্রতিনিধি

ভাঙা সেতুতে ভোগান্তি

পিরোজপুর সদর উপজেলার মধ্যেই একটি সেতু ভেঙে বছরের পর বছর ভোগান্তিতে রয়েছে ১০ গ্রামের মানুষ। প্রায় ৪ বছর ধরে ভেঙে থাকা এ সেতুটির স্থানে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয়রা। স্থানীয়দের দেওয়া এ বাঁশের সাঁকোটিও ভেঙে পড়েছে একাধিকবার। আহত হয়েছেন অনেকেই। জনপ্রতিনিধিদের আশ্বাসের পরেও সেতু মেরামত বা পুনর্নির্মাণের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী।  জানা যায় , পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় পাড়েরহাট খালের উপরের সেতুটি ভেঙে পড়ে ২০১৭ সালে। এ সেতুটি ভেঙে থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন শারিকতলা ও শংকরপাশা দুটি ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। প্রধান সড়কের সঙ্গে যোগাযোগের একমাত্র সংযোগস্থল এ সেতুটি দিয়ে চলাচল করত ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্থানীয়দের নিজ উদ্যোগে ভাঙা সেতুর স্থানে দেওয়া হয়েছে বাঁশের সাঁকো। ভাঙা সেতুর উপর এ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ১০ গ্রামের হাজার হাজার মানুষ। এ সেতুটির দুইপাড়ে থাকা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভোগান্তি গত দেড় বছর কিছুটা কম ছিল। কেননা করোনার কারণে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুললে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়বে হাজার হাজার শিক্ষার্থী। এছাড়া এ পথে চলাচল করা বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ভোগান্তির শেষ নেই।  স্থানীয় একটি ওষুধ দোকানের মালিক সুনীল রায় বলেন, তার দোকানে ওষুধ নিতে আগে অনেক অসুস্থ ও বৃদ্ধরাও আসত। কিন্তু সেতু না থাকায় বাঁশের সাঁকো পার হয়ে এখন আর তারা আসতে সাহস পায় না। সেতুর এক পাড়ে থাকা মুদির দোকান মালিক হারুন জানান, গত কয়েক বছর এ সেতুটির কারণে তার দোকান প্রায় অচল। দোকানে বিক্রি যা হয় তা দিয়ে দোকান ভাড়া, বিদ্যুৎ বিলই দেওয়া যায় না। তাহলে তার পরিবার চলবে কীভাবে। শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির গাজী জানান, সেতু ভেঙে যাওয়ার পর থেকে জনগণের যাতায়াতের সুবিধায় ৩-৪ বার বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। সেটিও ভেঙে যাচ্ছে বারবার। এ মুহূর্তে জরুরি প্রয়োজন একটি নতুন সেতু।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার জানান, পিরোজপুরে আয়রন সেতুগুলোর অবস্থা খারাপ। এসব আয়রন সেতু গার্ডার সেতুতে রূপান্তরের প্রক্রিয়া চলছে। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ভাঙা সেতুটিসহ পিরোজপুর ১ আসনের অন্যান্য ৫১টি সেতুর বিষয়ে প্রক্রিয়া চলছে, এর  মধ্যে ১৭টির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর