রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জিয়ার মরণোত্তর বিচার দাবি

ফরিদপুর প্রতিনিধি

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনডেমনিটি বিল পাস করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের যোগ্যতা না থাকা সত্ত্বেও বিদেশে নিরাপদে চাকরি দিয়েছেন। এতে প্রমাণ হয় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের মূল পরিকল্পনাকারী। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু জিয়াউর রহমানের মরণোত্তার বিচার দাবি করেন। তিনি বলেন, জিয়ার মরণোত্তর বিচার এখন সময়ের দাবি। দলের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি জনগণের সেবক। তাদের সেবা করে যাব। কেন্দ্রীয় নেতারা গতকাল ফরিদপুর শহরের ধলার মোড় এলাকার বানভাসি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী  জাহিদ।

সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল আলীম বেপারী,  যুগ্ম সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা প্রমুখ। পরে অতিথিরা জেলার ৫০০ বানভাসি মানুষের মধ্যে জনপ্রতি ছয় কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু বিতরণ করা হয়।

সর্বশেষ খবর