রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সিলেটে এসএমএস ছাড়া শিক্ষার্থীদের টিকা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে করোনাভাইরাস টিকা পেতে আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সিলেট নগর ভবনে টিকা কেন্দ্রে তাদের টিকা দেওয়া হয়। রেজিস্ট্রেশন করা শিক্ষক, শিক্ষার্থী এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারছেন। সিসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা এসব ব্যক্তি নগরভবন টিকা কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন। তিনি আরও জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা শিক্ষক-শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন কার্ড ও আইডি কার্ড নিয়ে কেন্দ্রে এলে টিকা দেওয়া হবে। তাদের এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না। সিসিক সূত্র জানায়, বর্তমানে সিলেট নগরীতে প্রায় ৮৫ হাজার মানুষ রেজিস্ট্রেশন করে টিকাপ্রাপ্তির অপেক্ষায় আছেন।

সর্বশেষ খবর