রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বন্যায় দুই জেলায় ১৬৯ স্কুলে পাঠদানে অনিশ্চয়তা

মানিকগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি

বন্যায় দুই জেলায় ১৬৯ স্কুলে পাঠদানে অনিশ্চয়তা

গাজীপুরের কালিয়াকৈরে স্কুল মাঠে থই থই পানি

মানিকগঞ্জ ও গাজীপুরে বন্যার কারণে ১৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ দানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। বন্যায় ভবন, মাঠ কোথায় যাতায়াতের রাস্তা তলিয়ে থাকায় দুই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করা যাচ্ছে না। জানা যায়, মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ২৫টি বিদ্যালয়ে পানি ঢুকেছে। অনেক বিদ্যালয়ের চারদিক তলিয়ে আছে। কোথাও রাস্তাঘাট আবার কোনো কোনো স্কুলের মাঠ ডুবে গেছে। চলমান বন্যা পরিস্থিতিতে সৃষ্ট এমন নানা সমস্যায় ১৪৯টি বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। পানিবন্দি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী বলেন, মানিকগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চালুর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে যেসব স্কুলের আঙিনায় পানি রয়েছে সেগুলোতে পাঠদান এখনই শুরু করা সম্ভব নয়। এদিকে বন্যা পরিস্থিতির কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। গাজীপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কালিয়াকৈরের বিভিন্ন এলাকা অপেক্ষাকৃত নিম্নাঞ্চল। এসব এলাকার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। ফলে এ বিদ্যালয়গুলোতে আজ থেকে পাঠদান কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। বন্যার পানি কমে গেলে রক্ষণাবেক্ষণ কাজ শেষে উপযুক্ত পরিবেশ তৈরি করেই বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে।

সর্বশেষ খবর