সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বন্ধ অর্ধশত করাতকল খুলে দেওয়ার দাবি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে সব করাতকল। এতে ঘরবাড়ি, আসবাবপত্রসহ দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় কাঠ চেরাই করতে না পেরে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। এসব বন্ধ করাতকল দ্রুত চালুর দাবিতে মালিক-শ্রমিক ও ভুক্তভোগীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল শরণখোলা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। এতে মালিক ও শ্রমিকরা বলেন, শরণখোলা উপজেলা উপকূলবর্তী অঞ্চল। প্রতি বছর একাধিবার ঝড়-জলোচ্ছ্বাসে এখানকার অসংখ্য ঘরবাড়ি-গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এসব বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য কাঠ চেরাইয়ের মাধ্যম এই করাতকল। হঠাৎ করে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল থাকতে পারবে না মর্মে গণবিজ্ঞপ্তি জারি করে বনবিভাগ।

সর্বশেষ খবর