সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শেখ হাসিনা দল ও দেশের দায়িত্বে থাকলে কেউ ক্ষতি করতে পারবে না : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আওয়ামী লীগের দুঃসময়ে কারা দলের পাশে ছিলেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের খুব ভালোভাবে চেনেন, জানেন এবং নিয়মিত খোঁজ রাখেন। যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে দল ও দেশের দায়িত্ব রয়েছে, কেউ ক্ষতি করতে পারবে না। গতকাল বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন বলে দাবি করেন, তারা নিজেদের ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে দলকে, দলের সভানেত্রীর হাতকে শক্তিশালী করতে ভূমিকা রেখে সেই ভালোবাসার প্রমাণ দিন।               -জামালপুর প্রতিনিধি

 

সবুজ ও শ্বেত বিপ্লবের কথা বললেন ডা. প্রাণ গোপাল

উপনির্বাচনে নির্বাচিত হলে চান্দিনায় সবুজ ও শ্বেত বিপ্লব করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর গতকাল চান্দিনায় অধ্যাপক আলী আশরাফ এমপির কবরে ফুল দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। চান্দিনা উপজেলার গল্লাই গিয়ে তিনি আলী আশরাফের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান।

এর আগে গত শনিবার কুমিল্লা-৭ শূন্য আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে নৌকার প্রার্থী ঘোষণা করেন। দলীয় প্রার্থী মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।   -কুমিল্লা প্রতিনিধি

 

নীরবে চলে গেল বাউলসাধক শাহ আবদুল করিমের প্রয়াণ দিবস

একুশে পদকজয়ী বাউলসাধক শাহ আবদুল করিমের ১২তম প্রয়াণ দিবস নিজ জেলা সুনামগঞ্জে অনেকটাই নীরবে চলে গেল। মরমি এই কবির প্রয়াণ দিবসে চোখে পড়ার মতো আয়োজন ছিল না জেলার কোথাও। এতে হতাশ করিমপ্রেমী ভক্ত-অনুরক্তরা। কিংবদন্তি এই লোকশিল্পীর জন্ম ও মৃত্যুদিবস এলেই ভাটি অঞ্চলের গ্রামীণ বাউলসহ দেশের বিভিন্ন জেলার সংস্কৃতিকর্মীদের মনে নাড়া দেয়। কিন্তু এবার ১২তম প্রয়াণ দিবস উপলক্ষে নিজ বাড়িতে ক্ষুদ্র পরিসরে মিলাদ মাহফিল ও ঘরোয়া পরিবেশে বাউল গানের আসর ছাড়া তেমন কোনো আয়োজন ছিল না। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বলেন, করোনাকালের কারণে আড়ম্বরপূর্ণ পরিবেশে আবদুল করিমের প্রয়াণ দিবস পালন করা সম্ভব হয়নি।           -সুনামগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর