মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে বানরের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বানরের মৃত্যু হয়েছে। পরে বনবিভাগ মৃত বানরটি উদ্ধার করে মাটিচাপা দেয়। গতকাল সকালে উপজেলার ভানুগাছ সড়কের বেলতলী এলাকায় রাবার বাগানের পাশ থেকে মৃত বানরটি উদ্ধার করা হয়। সকালে বাগানের পাহারাদার বানরটি পড়ে থাকতে দেখে স্থানীয় কাজী সামসুল হককে খবর দেন।

লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী সামসুল হক জানান, তিনি খবর পেয়ে ওই এলাকায় গিয়ে বানরটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনাস্থল থেকে লাউয়াছড়া বনের দূরত্ব মাত্র ১ কিমি। ধারণা করা হচ্ছে- এটা লাউয়াছড়া বন থেকে বের হয়েছিল। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের রেঞ্জ  কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বানরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মৃত বানরটি আমরা জানকীছড়া ক্যাম্পের পাশে মাটিচাপা দিয়েছি। 

সর্বশেষ খবর