মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সামনে কঠিন সময় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সামনে কঠিন সময় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দল করছি। নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে গিয়ে ৪৯ জনকে নিজের হাতে দাফন করেছি। যারা বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে জীবন দিয়েছে তারা আমাদের মাঝে নেই। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। এই নারায়ণগঞ্জকে আমাদের পূর্ব পুরুষরা আওয়ামী লীগের দুর্গ করেছিলেন। আমরা তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে চেষ্টা করেছি ধরে রাখার। এখন জানি কোথায় একটু গন্ডগোল, সবাই স্বার্থের চিন্তা করি আমরা। তিনি গতকাল বিকালে সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। তিনি বলেন, আমি উপজেলা নির্বাচনের জন্য আসিনি। আমি এসেছি আপনাদের কাছে একটা মেসেজ দিতে। সামনে যে সময়টা আসছে এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার সময়।

এই কঠিন পরীক্ষা কার সঙ্গে কার, শেখ হাসিনা মানে কী। শেখ হাসিনা মানে বাংলাদেশ। শেখ হাসিনা মানে উন্নয়ন, অসাম্প্রদায়িকতা। শেখ হাসিনা মানে আমাদের সবার সন্তানদের আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে। আজকে আমি শামীম মারা গেলে কিছু হবে না। অনেকে খুশিও হতে পারে। আমাদের ধৈর্য ধরতে হবে, একসঙ্গে হতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি সবসময় আপনাদের পাশে থাকব। কিন্তু পরিবারের মধ্যে যদি মনোমালিন্য থাকে সে পরিবার সুখী থাকে না। তিনি আরও বলেন, আমি সবাইকে বলেছি আর না, এবার এক হতে হবে। আকাশে শকুন উড়ছে, এই শকুন কারা। এই শকুন স্বাধীনতাবিরোধী শক্তি। এই শকুন হচ্ছে যারা গ্রেনেড হামলা করে, যারা নেত্রীকে হত্যা করতে চায়, বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করতে চায়। এই শকুনের থাবা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য সবচেয়ে বড় পথ ঐক্যবদ্ধ সংগ্রাম। আমি যখন কানাডা ছিলাম। আমি টেলিফোনে সবার সঙ্গে আলাপ করে কীভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে তা নির্দেশনা দিয়েছিলাম। আপনারা তা পালন করেছিলেন। আজকে নতুন প্রজন্ম সামনে এসেছে। শক্তি বৃদ্ধি হওয়ার কথা, কমার কথা নয়। কিন্তু আমদের যদি বিভেদ থাকে তাহলে শক্তি কমে যাবে।

সর্বশেষ খবর