মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সিরাজগঞ্জে ২৫ বসতঘরে হামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ হামলায় ২৫টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে। কিন্তু স্থানীয় এলাকাবাসী ফের সন্ত্রাসী হামলার আশঙ্কায় এলাকা ছেড়ে প্রাণের ভয়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন।

জানা যায়, ১৫ দিন আগে রিকশায় যাত্রী নামানোকে কেন্দ্র করে ধানবান্ধি মহল্লার দুলালের ছেলে আশিক ও শাকিলের সঙ্গে স্থানীয় রিকশাচালক হাবিবের সঙ্গে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে দফায় দফায় হামলা ও মীমাংসা বৈঠক হলেও আশিক ও শাকিল গ্রুপ তা মানতে নারাজ। এ অবস্থায় গতকাল ভোরে আশিক ও শাকিল তাদের ৩০-৪০ জনের বাহিনী নিয়ে প্রতিপক্ষ একই মহল্লার বিএল স্কুলে রোডে হামলা চালিয়ে অন্তত ২৫টি বসতবাড়ি ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ভোর রাতে এলাকায় সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। একজনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষ থেকেই আমাদের কাছে কোনো অভিযোগ দাখিল করেনি। অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) সোপ্তিক আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে মহল্লায় মহল্লায় সংঘর্ষ চলছে। ভোর রাতে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভোর থেকেই বিএল স্কুল রোডে অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত করা হয়েছে।

সর্বশেষ খবর