বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আমতলীতে বাড়ছে ডেঙ্গু রোগী

আমতলী প্রতিনিধি

আমতলীতে বাড়ছে ডেঙ্গু রোগী

বরগুনার আমতলী উপজেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। গতকাল ও দুই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এসব রোগী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গত পাঁচ দিনে কমপক্ষে ৬ জন রোগী জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দ্রুত ডেঙ্গু মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জাকিয়া আক্তার ও লামিয়া নামের দুই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। জাকিয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ডেঙ্গু মশা নিধনে উপজেলা প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না এমন অভিযোগ এলাকাবাসীর। উপজেলা পরিষদে ফগার মেশিন থাকলেও তার কোনো কার্যকারিতা নেই। দ্রুত ডেঙ্গু মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, হাসপাতালের চতুর্থ তলার ৫০১ নং কেবিনে চাওড়া চন্দ্রা গ্রামের গৃহবধূ লামিয়া আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মশারি খাটিয়ে শুয়ে আছেন। গৃহবধূ লামিয়া আক্তারের মা শেফালী বেগম বলেন, আমার মেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে কিছুটা সুস্থ আছেন। আমতলী পৌরসভা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসন ডেঙ্গু মশা নিধনে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত পদক্ষেপ না নিলে শহর ও গ্রামাঞ্চলে ডেঙ্গু মশা ছড়িয়ে পড়ছে। সর্বত্র ছড়িয়ে পড়লে ডেঙ্গু রোগীদের সামাল দেওয়া কঠিন হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিমাদ্রী রায় বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজনের অবস্থা খুবই খারাপ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অপর একজনকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর