বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশের স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি

পুলিশের স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার ৪

মানিকগঞ্জে পুলিশের স্ত্রী বিলকিস আক্তার হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে  চুরি হওয়া মালামাল। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ীর  মো. কবির হোসেন (৩০), মো. রিয়াজ উদ্দিন সরদার রিয়াজ (২৬), বগুড়ার শাকিল হাসান (১৯) ও  রংপুরের আঁখি মনি লিপি আক্তার। এ সময় তাদের কাছ থেকে ৩টি  মোবাইল ফোন, একটি রুপার নূপুর, একটি স্বর্নের পায়েল, ৩টি স্বর্ণের কানের রিং, একটি স্বর্ণের ব্রেসলেট, একটি স্বর্ণের লকেট ও ২টি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, পূর্ব পরিচিত হওয়ায় গত ১০ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ শহরের  রির্জাভ ট্যাংক এলাকার পুলিশের স্ত্রী বিলকিস আক্তারের ভাড়া বাসায় বেড়াতে আসে আসামিরা।  এর পর সঙ্গে নিয়ে আসা ঘুমের ঔষধ মেশানো কোমল পানীয় ও জুস বিলকিস ও তার ছেলে-মেয়েকে খাওয়ানো হয় ।  তারা অচেতন  হলে পাশের রুমে ছেলে ও মেয়েকে রেখে এসে আসামি রিয়াজ উদ্দিন বিলকিসকে ধর্ষণ করে। আসামিরা বিলকিসের হাত,পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে ওই রাতে পালিয়ে যান। পরের দিন  নিহতের বাবা মজেম আলী বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।  তিনি আরও বলেন, ঘটনার পর থেকে পুলিশ কাজ শুরু করেন । প্রথমে আঁখি আক্তার লিপিকে গ্রেফতার করে পুলিশ । তার দেওয়া তথ্যানুসারে  বিভিন্ন  জেলা থেকে অন্যদের গ্রেফতার করা হয়। 

সর্বশেষ খবর