শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চাঁপাইয়ে রেলের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইয়ে রেলের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল

রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা -বাংলাদেশ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে রেলের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কতিপয় কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে কিছু লোক রেলের জমি কৃষি কাজের নামে লিজ নিয়ে বিধি লঙ্ঘন করে সেখানে দোকানপাট এমনকি দোতলা পাকা ভবন তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, লিজ গ্রহিতারা যে পরিমাণ জমি কাগজ-কলমে লিজ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি জায়গা দখলে নিয়ে ভোগদখল করছেন। নিয়ম অনুযায়ী লিজের জমিতে দোকানপাট তৈরি করলেও তাতে স্থায়ী পাকা ছাদ নির্মাণ করা যাবে না। রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকান ঘরে পাকা ছাদ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। রেলের জমিতে দোকান ঘর তৈরি করে ব্যবস্যা এবং ভাড়া দিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করলেও নিয়মিত খাজনা পরিশোধ করছেন না। সূত্র জানায়, লিজ গ্রহিতাদের মধ্যে যারা বিধি লঙ্ঘন করে পাকা ছাদ নির্মাণ করেছেন তাদের কাছ থেকে উৎকোচ নেওয়ার কৌশল হিসেবে মাঝেমধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে আসেন। তারা অভিযানে নামার পর যারা তাদের চাহিদা পূরণ করতে পারেন না শুধু তাদের স্থাপনাই ভাঙা হয়। উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জে রেলের প্রায় ৩০০ বিঘা জায়গা রয়েছে। যার অধিকাংশই বেদখল বলে জানা গেছে।

সর্বশেষ খবর