শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বেহাল ৫ কিলোমিটার

দিনাজপুর প্রতিনিধি

বেহাল ৫ কিলোমিটার

সংস্কারের অভাবে দিনাজপুরের খানসামা উপজেলার ৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি বেহাল অবস্থায়। এ সড়কটি পাকেরহাট-দুহশুহ থেকে চেহেলগাজী বাজার পর্যন্ত বিস্তৃত। এ সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে ভরা। বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হওয়ায় অহরহ দুর্ঘটনা ঘটছে। যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়া এ সড়কে যাত্রী ও গাড়ি চালকদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। পথচারীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। জেলার খানসামা উপজেলার প্রধান কয়েকটি সড়কের মধ্যে খানসামার পাকেরহাট ও বীরগঞ্জ উপজেলার একটি অন্যতম সংযোগ সড়ক। সংস্কারের অভাবে সড়কের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার অংশে  ভোগান্তি লেগেই আছে। এ সড়কে চলাচলকারী ভ্যান, অটোরিকশা, মাইক্রোবাস ও টমটমে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন।  স্থানীয় এলাকার বাসিন্দা নুরুন নবী, এসএম রকিসহ ভুক্তভোগীরা জানায়, এ সড়ক দিয়ে গত কয়েক বছরে পানি মিশ্রিত বালু ১০ চাকার ড্রাম ট্রাকে ও ট্রাক্টরে করে বহন করায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এতে তৈরি হয় অসংখ্য গর্ত। রাস্তাটি প্রশস্ত করে সংস্কার না করলে কোটি টাকা ব্যয়ে নির্মিত জয়ন্তিয়া সেতু কাজে আসবে না। হাসপাতালেও রোগীদেরও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এ জন্য চলাচলের উপযোগী করার জন্য অতিদ্রুত এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।  এ বিষয়ে খানসামা উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। আশা করছি দ্রুত এ সড়কটি প্রশস্ত ও সংস্কার করা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর