সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারী বর্ষণে বেহাল সড়ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারী বর্ষণে বেহাল সড়ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গত শনিবারের ভারী বর্ষণে মিলিক-বাগান বাড়ি আঞ্চলিক সড়ক ভেঙে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কানসাট মিলিক-বাগান বাড়ি ঈদগাহের প্রায় ৩০-৩৫ ফুট মাটি নদীগর্ভে চলে গেছে। এতে সড়কটিতে প্রায় ১০ফুট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙা সড়কের ওপর দিয়ে বিভিন্ন যানবাহনে ঝুঁকিপূণ অবস্থায় চলাচল করছেন পথচারীরা। ভারী বর্ষণের কারণে সড়ক ও ঈদগাহের মাটি ধসে যাওয়ায় ঈদগাহ সংলগ্ন ৩টি বাড়ি চরম ঝুঁকিপূণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ওই বাড়ি তিনটি নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গেছে, গত শনিবারের ভারী বৃষ্টির ফলে ওই এলাকার পাকা সড়ক তলিয়ে যায়। সেই সঙ্গে সড়কের পাশের তিনটি বাড়ি চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানান, গত বছর থেকে ভারী বর্ষণের কারণে ঈদগাহের মাটি কাটতে থাকলেও ঈদগাহ কমিটি ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কোনো উদ্যোগে গ্রহণ করেনি। বরং ঈদগাহ কমিটি সরকারি ড্রেন বন্ধ করে দিয়েছিল এক বছর আগে। তখন ইউনিয়ন পরিষদে অভিযোগ দেওয়া হলে ঈদগাহ কমিটির লোকজন চেয়ারম্যানের ডাকে সারা দেয়নি। স্থানীয়রা আরও জানান, গত বছর ইউপি চেয়ারম্যান ঈদগাহ কমিটিকে ড্রেন মেরামতের জন্য সহযোগিতা করতে চেয়েছিলেন, কিন্তু ঈদগাহ কমিটি তা গ্রহণ না করে ড্রেন বন্ধ করে দেওয়ায় বৃষ্টিসহ গ্রামের সব বাড়ির পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। ফলে এলাকাবাসী এক প্রকার পানিবদ্ধ অবস্থায় ছিলেন। এদিকে কানসাট মিলিক বাগান বাড়ি ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও সদস্য মজবুল আক্তার ভদু জানান, ড্রেনেজ সংস্কারের জন্য এক বছর আগে চেয়ারম্যানের কাছে আবেদন করা হলেও তিনি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। ফলে আমাদের ঈদগাহের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এ ব্যাপারে কানসাট ইউপি চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম বলেন, স্থানীয় ও ঈদগাহ কমিটির সদস্যদের সহযোগিতা করতে চেয়ে বলেছিলাম ড্রেন বড় পাইপ দিয়ে সংস্কার করে দেব। কিন্তু ঈদগাহ কমিটির লোকজন যোগাযোগ করেনি। তবে সড়ক মেরামতের জন্য এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, বৃষ্টিতে কেটে যাওয়া সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর