মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গ্রাহকের টাকা আত্মসাতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘লালপুর ভাই ভাই ব্যবসায়ী বহুমুখী সমবায়’ নামে এক সমিতির মালিকের বিরুদ্ধে প্রায় তিন শতাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে আত্মগোপন করার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে ফতুল্লার লালপুর এলাকায় অবস্থিত ওই সমিতির অফিস ও অফিসসংলগ্ন মালিক সালাহউদ্দিন মুক্তির বাসা ঘেরাও করে গ্রাহকরা টাকার দাবিতে বিক্ষোভ করেছে।

প্রায় এক ঘণ্টা বিক্ষোভ শেষে মঙ্গলবার থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়ে গ্রাহকরা চলে যায়। সমিতির মালিক সালাহউদ্দিন মুক্তি (৫৫) লালপুর এলাকার মৃত. আবদুল কাদিরের ছেলে। সমিতির গ্রাহক ময়না বেগম জানান, মাসে ৫০০ টাকা করে ডিপিএস করেছি লালপুর ভাই ভাই ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতিতে। মাসে ১ থেকে ২০ তারিখের মধ্যে টাকা জমা দিতে না পারলে ৫০ টাকা করে জরিমানা নিতেন সমিতির মালিক সালাহউদ্দিন মুক্তি। সমিতিতে আমার প্রায় ৫০ হাজার টাকা জমা হয়েছে। টাকার জন্য অনেক দিন ধরনা দিয়েছি। সোমবার বিকালে সমিতির অফিসে আসতে বলায় এসে দেখি অফিস বাহির থেকে তালাবদ্ধ। মুক্তির মোবাইলও বন্ধ পাওয়া যায়। পরে তার বাসায় গিয়ে জানতে পারি তিনি বাসায় নেই। কোথায় গিয়েছে কেউ জানে না। গ্রাহক শহিদুল ইসলাম জানান, সরকার অনুমোদিত রেজিঃ নং ৩৪৪ দেখে লালপুর ভাই ভাই ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতিতে ডিপিএস করেছি। আমার মতো প্রায় ৩ শতাধিকের বেশি নারী পুরুষ এ সমিতির গ্রাহক। প্রায় ৭/৮ বছর ধরে সমিতিটি চলছে। সম্প্রতি এ সমিতির মালিক টাকা নিয়ে গ্রাহকদের ঘুরাতে থাকে। বিষয়টি বুঝতে পেরে অনেক গ্রাহকই টাকা ফেরত চায়। সমিতির মালিক মুক্তি বুঝতে পেরে আত্মগোপনে চলে যান। এ বিষয়ে সালাহউদ্দিন মুক্তির মুঠোফোনে একাধিকবার ফোন করে তা বন্ধ পাওয়া যায়। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, গ্রাহকদের বিক্ষোভের বিষয় শুনেছি কিন্তু কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর