বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আয়কর থেকে মুক্তি পেলেন চার দরিদ্র নারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে হতদরিদ্র চার নারী আয়কর পরিশোধের কবল থেকে মুক্তি পেয়েছেন। বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে ওই চার নারীকে আয়কর পরিশোধে নোটিস দেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর কর অঞ্চল বরিশালের সার্কেল-৭ কর্মকর্তারা তাদের আয়কর থেকে মুক্ত করেন। উপ-কর কমিশনার মঞ্জুর রহমান জানান, সম্প্রতি নোটিস পাওয়া চার নারী আয়কর অবমুক্তির জন্য আবেদন করায় তাদের জরিমানার টাকা মওকুফ করা হয়েছে।

তিনি আরও জানান, ওই নারীদের জাতীয়পরিচয়পত্র ব্যবহার করে ই-টিআইএন গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের রিটার্ন দাখিলের জন্য নোটিস দেওয়া হয়েছিল। পরে দেখা যায় ওই চার নারী হতদরিদ্র নারী। এ কারণে তাদের জরিমানার টাকা মওকুফের পাশাপাশি ওই চারজনকে কর আরোপ করা যাবে না মর্মে কমিশনে নথিভূক্ত করা হয়েছে। স্থানীয় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, তার ইউনিয়নের চারজন হতদরিদ্র নারীকে আয়কর পরিশোধের জন্য নোটিস দেওয়া হয়েছিল। সম্প্রতি তাদের জরিমানার টাকা মওকুফ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর