বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

হ্যান্ডকাফসহ পালানো চোর আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে হ্যান্ডকাফসহ পালানো চোর মহন গাজীকে (৩৩) পুনরায় আটক করেছে। গতকাল রাতে রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে শহরের তালতলা গাজীবাড়ি এলাকা থেকে তাকে আটক করে। গত রবিবার রেলওয়ে নিরাপত্তা বাহিনী লাইনে ব্যবহার করা ১০ পিস ফিসপ্লেটসহ দুজন চোরকে আটক করেছে।

হ্যান্ডকাফসহ দুজন চোর নিরাপত্তা অফিসে ভিড়ের মধ্যে পালিয়ে যাওয়ার সময় একজন অটোবাইকে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। আহত চোরকে নিরাপত্তা বাহিনী আটক করলেও, অপর চোর মহন গাজী হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। তাকে সোমবার রাতে পুনরায় আটক করা হয়েছে। চাঁদপুর রেলওয়ে থানার ওসি মো. মুরাদ উল্লাহ্ বাহার জানান, গতকাল রবিবার নিরাপত্তা বাহিনী ১০টি ফিসপ্লেটসহ দুজন চোরকে আটক করে। তাদের মধ্যে মহন গাজী নিরাপত্তা বাহিনীর অফিস থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া চোরকে সোমবার রাতে পুলিশ আটক করেছে। চাঁদপুর রেলওয়ে থানায় নিরাপত্তা হাবিলদার খোরশেদ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সেখানে আসামি জলিল গাজীর ছেলে মনির গাজী (৩০) ও মৃত রতন গাজীর ছেলে মো.  মোহন গাজী। পালিয়ে যাওয়া চোর মহন গাজীকে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে শহরের তালতলা থেকে আটক করা হয়। এ ব্যাপারে রাতেই রেলওয়ে থানায় একটি মামলা  হয়েছে।

সর্বশেষ খবর