বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভিজিডির ৮৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাচারের সময় ৮৪ বস্তা ভিজিডির চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার সোহাগী ইউনিয়ন পরিষদ থেকে এসব চালের বস্তা জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে পাচারকারীরা। জানা গেছে, উপজেলার সোহাগী ইউনিয়নের চার নম্বর ইউপি সদস্য ফজলুল হক দুই শ্রমিক দিয়ে ভিজিডির চাল পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল ঘটনাস্থলে যান। এ সময় উপস্থিতির খবর পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ৬৩টি বস্তা সেলাই করা এবং ২১টি চালের বস্তা খোলা অবস্থায় জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে অনামিকা নজরুল বলেন, ২৩৩ জন উপকারভোগীর জন্য ৩০ কেজি করে ভিজিডির চাল বরাদ্দ হয়। কিন্তু এসব চাল পাচারের চেষ্টা করছিল। পরে ওই চাল জব্দ করে পরিষদের গুদামে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর