বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

হত্যা মামলায় চার আসামির ফাঁসি একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সদর সাব রেজিস্ট্রার চাঞ্চল্যকর নূর  মোহাম্মদ শাহ হত্যা মামলায় চার আসামির ফাঁসি এবং অপর এক আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের  বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। রায়  ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিই আদালতে উপস্থিত ছিলেন। আসামিরা হলেন- দলিল লেখক সাইদুল ইসলাম, মো. মশিউল আলম ওরফে বাবুল, পিয়ন ফারুক হোসেন ও কুষ্টিয়া হাউজিং এস্টেটের নাইটগার্ড কামাল হোসেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন নির্মাণ শ্রমিক মো. মনোয়ার হোসেন। জানা যায়, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকার একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় নুর মোহাম্মদকে উদ্ধার করে পুলিশ। এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের ভাই কামরুজ্জামান শাহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত চারজনকে  গ্রেফতার করে।  তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়ি, রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডু পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিচারক এই রায় দিয়েছেন।

সর্বশেষ খবর