বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চিকিৎসাসেবা ব্যাহত কমিউনিটি ক্লিনিকে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চিকিৎসাসেবা ব্যাহত কমিউনিটি ক্লিনিকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্মরত স্বাস্থ্যকর্মীদের অবহেলায় ৩৩টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ওষুধ সঙ্কটে চিকিৎসা কেন্দ্রগুলোতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। এলাকার মানুষ অভিযোগ করে বলছেন, কয়েকদিন থেকে গোমস্তাপুর উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকগুলো খুবই অল্প সময়ের জন্য খুলে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। আর যেটুকু সময় খোলা থাকে তখন সেবাদানকারী নারী স্বাস্থ্যকর্মীরা ক্লিনিকে তেমন থাকেন না। ফলে স্বাস্থ্যসেবা পাচ্ছে না জনগণ। ক্লিনিকগুলো সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা রাখার কথা থাকলেও অধিকাংশ ক্লিনিক বন্ধ হয়ে যায় দুপুর ১২টার আগেই। সরেজমিনে দেখা যায়, জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়াসহ ৩১টি রোগের বিনামূল্যে ওষুধ সরবরাহ করার কথা থাকলেও দেওয়া হচ্ছে দুই-একটি রোগের ওষুধ। আর তালিকায় দেখা গেছে ২৭টি রোগের ওষুধ। চিকিৎসা নিতে আসা গোমস্তাপুর ইউনিয়নের তানজিলা অভিযোগ করে বলেন, জ্বর, মাথা ব্যথা নিয়ে ক্লিনিকে ওষুধের জন্য এসেছি। কিন্তু তারা বলছে এখানে ওষুধ নাই। তাই আমাকে এখন বাহির থেকে ওষুধ নিতে হবে। এদিকে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রহনপুর ইউনিয়নের স্বরস্বতীপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে ক্লিনিকটি খোলা পাওয়া যায়। এ বিষয়ে স্বরস্বতীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার সাজেদা বেগম বলেন, নিয়মিত ক্লিনিকে আসি। কিন্তু এই ক্লিনিকটির ভবন খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। আর আমার একটি ছোট বাচ্চা আছে। তাই ১২ টার পরে চলে যেতে হয়। আর দুপুরের পর ক্লিনিকে রোগীর চাপ থাকে না তাই বন্ধ রাখা হয়। ওষুধ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ দেওয়া হয়।

সর্বশেষ খবর