বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কর্মসৃজন কর্মসূচির টাকা আত্মসাত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অতি দরিদ্রদের জন্য ২০২০-২১ অর্থবছরে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বগুড়া ইউনিয়নে। মজুরি না পেয়ে শ্রমিকরা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান। ইউএনও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অফিস ত্যাগ করেন। বগুড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবদুস সামাদ মিন্টু জানান, নিয়ম রয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপে ৪০ দিন করে ৮০ দিন কাজ করবেন ১৫৪ জন শ্রমিক। সেখানে ৭২ থেকে ৭৫ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়। শ্রমিকরা ১০ দিন কাজ করার পর ১৫০০ টাকা করে পাওয়ার কথা।

সর্বশেষ খবর