বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পার্বত্যাঞ্চলে জুম তোলার ধুম

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পার্বত্যাঞ্চলে জুম তোলার ধুম

পার্বত্যাঞ্চলে জুম তোলার ধুম পড়েছে। ফলনও হয়েছে বাম্পার। পাহাড়ের ভাঁজে ভাঁজে থোকাই থোকাই ঝুলছে সোনালি রঙের ধান। দূর থেকে দেখলে মনে হবে এ  যেন সবুজের বুক জুড়ে সোনালি ধানের হাসি। আর সে হাসিতে হাসছে জুমিয়ারা অর্থাৎ কৃষান-কৃষানিরা। আনন্দের উচ্ছ্বাস এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘরে ঘরে। এরই মধ্যে শুরু হয়েছে জুম কাটার উৎসব। গান গেয়ে ধান তোলেন পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। ‘হিল্লো মিলেবো জুমত যায় দে, জুমত যায় দে, যাদে যাদে পধত্তুন পিছ্যা ফিরি রিনি চায়, শস্য ফুলুন দেঘিনে বুক্কো তার জুড়ায়।’ জুমের পাকা ধানের সোনালি ফসল তুলতে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা এ গান গেয়ে থাকেন। গানের সুরে মাতিয়ে তুলে পাহাড়। আর ফসল তোলার কাজ শেষ জুম ঘরে মাচায় বসায় গানের আসর। ব্যস্ততার মধ্যেও উৎফুল্ল জুমিয়ারা। পাহাড়ি পল্লীগুলোতে দেখা মিলছে এখন এমন চিত্র। জুমের ফসল দেখে উৎসব করা এটা পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য। তবে গেল বছর করোনার কারণে জুম উৎসব করতে না পারলেও এ বছর উৎসবের পরিকল্পানা রয়েছে জুমিয়াদের বলে জানা গেছে।   স্থানীয় কৃষি বিভাগ বলছে, পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবিকার প্রধান উৎস জুম চাষ। বাংলাদেশের মধ্যে শুধু তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এ চাষাবাদ করে থাকে।

সর্বশেষ খবর