বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ আলামিননগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে পপুলার জুট মিল, মাসুদ জুট বেলিং, রহমান ডকইয়ার্ডসহ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় আনুমানিক ২ একর নদীর তীরভূমি উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ২ কিলোমিটার এলাকার ওয়াকওয়ে নির্মাণ জটিলতা নিরসন করা হয়েছে। গতকাল একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল। নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। পাশাপাশি শীতলক্ষ্যার উভয় তীরেই ওয়াকওয়ে নির্মাণ কাজও শুরু হবে। বেশ কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরে নতুন সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতা ছিল। সেগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে নিরসন করা হচ্ছে। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজও যাতে দ্রুত শুরু করা যায় সে লক্ষ্যে নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা সব প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নদীর তীরভূমি দখলমুক্ত রাখতে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর