বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মোবাইল ফোন ছিনতাই করতেই শিশু হত্যা!

মাদারীপুর প্রতিনিধি

মোবাইল ফোন ছিনতাই করতেই শিশু হত্যা!

শিবচরে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে একটি শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। অভিযুক্ত মেহেদী হাসান কায়েসকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিছুর রহমান বিষয়টি জানিয়েছেন। নিহত রতন (৮) শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের তাহের আকনের চর কান্দী গ্রামের জসিম মোল্লার ছেলে। আহত সোহান (৯) একই গ্রামের নাসির শিকদারের ছেলে। গ্রেফতার কায়েস শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের কাচাই মাতবরের কান্দি গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে। রতনের মা জরিনা বেগম বলেন, ‘মঙ্গলবার বিকালে দেখলাম রতন ও সোহান বাড়ির পাশে নাচতেছে আর কায়েস সোহানের মোবাইল দিয়ে ভিডিও করছে। আমি ওখানে গেলে ওরা অন্যত্র চলে যায়। সন্ধ্যা হয়ে গেলেও রতন ও সোহানকে না পেয়ে দুই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করি। পরে সোহানের নানাবাড়ি ফোন দিলে ঘটনা শুনতে পাই। আমার রতনকে কায়েস মেরে ফেলেছে। আমি ওর ফাঁসি চাই।’ আহত সোহানের মামা ইউসুফ মাদবর বলেন, ‘মঙ্গলবার বিকালে সোহানের মোবাইল নিয়ে সে ও রতন খেলছিল। এ সময় ওদের দুজনকে সঙ্গে নিয়ে মোবাইলে খেলার কথা বলে দূরে নিয়ে যায় কায়েস। সেখানে নিয়ে আমার ভাগনেকে ১০০ টাকা হাতে দিয়ে বলে তুই বিস্কুট ও এক বোতল পানি কিনে নিয়ে আয়। সে বিস্কুট ও পানি আনতে গেলে রতনকে মেরে ফেলে কায়েস। সোহান এসে রতনের কথা জিজ্ঞাসা করলে কায়েস বলে ওকে ৫০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি।

 

সর্বশেষ খবর