শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সোনারগাঁয়ে ফের দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, অবরোধ

নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁয়ে ফের দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, অবরোধ

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আবারও কয়েক দফা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছে ওপেক্স অ্যান্ড সিনহা গার্মেন্টসের শ্রমিকরা। গতকাল সকাল ৯টার দিকে চাঁদমহল সিনেমা হলের সামনে শ’ খানেক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেন। একই দাবিতে বুধবার কাঁচপুর এলাকায় বিকাল থেকে চলা অবরোধ সরাতে গেলে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। বিক্ষোভে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। রাত পর্যন্ত চলে এ ঘটনা। নারায়ণগঞ্জ পুলিশ সুপার (শিল্প পুলিশ-৪) আইনুল হক বলেন, সকালে তারা বিক্ষিপ্তভাবে সড়কে নেমে অবরোধের চেষ্টা করে। আমরা তাদের সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। তিনি জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা আগামী বুধবার পাওনা পরিশোধ করবে বলে সময় দিয়েছে।

সর্বশেষ খবর