শিরোনাম
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিদ্যালয় মাঠে হাঁটুপানি ব্যাহত শিক্ষা কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিদ্যালয় মাঠে হাঁটুপানি ব্যাহত শিক্ষা কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও আঙিনায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার সময় থেকেই হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং আঙিনায় জমে আছে হাঁটুপানি। শিক্ষার্থীরা বহু কষ্টে পানি মাড়িয়ে যাতায়াত করছে। ১২ সেপ্টেম্বর স্কুল খুললেও জলাবদ্ধতার কারণে প্রথম ২-৩ দিন স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। পঞ্চম শ্রেণির ছাত্র শিমুল জানায়, স্কুল খোলার দিন এসে দেখি হাঁটু পরিমাণ পানি জমে আছে। স্কুলে আসার পথে কয়েকজনের বই, খাতা ও জামা কাপড় নষ্ট হয়েছে। একই শ্রেণির আরেক ছাত্র নাবিউল জানায়, স্কুল মাঠে পানি ও কাদা জমে থাকায় আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। তাছাড়া স্কুলে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, এর আগে ভারী বর্ষণেও স্কুলের মাঠে কোনো দিন জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। এখন সামান্য বৃষ্টি হলেই পুরো গ্রামের পানি এসে জমে স্কুলের মাঠ ও আঙিনায়। ফলে পাঠদানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, স্কুলের পাশে একটি ডোবা (গর্ত) ভরাট করায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্কুলমাঠের জলাবদ্ধতা দূর করার জন্য প্রয়োজনে মাটি ফেলে মাঠটিও উঁচু করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, সরেজমিন গিয়ে বিদ্যালয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের সমস্যা নিয়ে ইতিমধ্যে চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রাপ্ত এডিবির বরাদ্দ থেকে স্কুলের পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনে ড্রেন নির্মাণসহ আনুষঙ্গিক কাজ করা হবে।

সর্বশেষ খবর